Posts

আলেমা পাত্রীর জন্য পাত্র চাই নওগাঁ জেলার তথ্য প্রয়োজন ।

Image
     আলেমা পাত্রীর জন্য  পাত্র চাই মোছাঃ হিমিকা {হিমি } থানা,জেলা,পোস্টঃ  রাজশাহী  বয়সঃ ১৮ রানিং উচ্চতাঃ ৫,৫  গায়ের রংঃ ফর্সা  ওজনঃ ৫৪ কেজি।  পড়াশোনাঃ তাকমিল  ফিল হাদিস ( দাওরায়ে হাদিস)  পারিবারিক অবস্থাঃ মধ্যবিত্ত তার কিছু গুনঃ  অনেক নম্র,ভদ্র,শান্ত  স্বভাবের মেয়ে  রান্না খুব ভালো পারে,অনেক মিশুক, সবার সাথে নিমিষেই মিশতে পারে,    হাসি খুশি একটা মেয়ে!  বৈবাহিক অবস্থাঃ  অবিবাহিত  । যেমন পাত্র চাই লম্বা,  একটু গুলুমুলু,  শ্যামলা বর্ন, মায়াবী চেহারা,   কথা বার্তায় থাকবে স্মার্টনেস। ভদ্র, নামাজী, নম্র,  বদ মেজাজী নয়, মাওলা, মুফতি অগ্রাধিকার  ভালো কোন জব,বিজনেস হলে ও ভালো।  ছেলের পরিবার অবশ্যই ভালো হতে হবে,  ভালো মন মানষিকতা। ছেলেয়র বয়সঃ ২০,২৮ এর মধ্যে হতে হবে  বাড়িঃ নওগাঁ, বগুড়া, রাজশাহী এর মধ্যে হতে হবে,  নওগাঁ তে হলে খুবই ভালো হয়। অবিবাহিত / বা শর্ট ডিভোর্সি যাদের সিভি টা পছন্দ হবে,তারা সিভি সহ একটা ছবি ইনবক্সে  দিবেন।  Phone 01777...

৪ বিষয় বলা উচিত নয় স্ত্রীকে নইলে স্বামী-স্ত্রীর রোম্যান্সে আসবে ভাটা।

Image
  Romantic mode লাইফস্টাইল ডেস্ক : একটি সম্পর্ক থাকলে একে অপরের ওপর বিশ্বাস থাকা খুবই জরুরি। এবার নিজেদের মধ্যে বিশ্বাস ঠিকমতো না থাকলে দেখা দিতে পারে অনেক সমস্যা।  তখন সম্পর্কের বুনিয়াদি পর্যায়তেই দেখা দেয় জটিলতা। বিশেষত বিয়ের পর প্রতিটি মানুষকে থাকতে হবে সতর্ক।  তবেই সমস্যা থেকে দূরে থাকা হয় সম্ভব। স্ত্রীকে এই ৪ বিষয় বলা উচিত নয়! নইলে রোম্যান্সে আসবে ভাটা  আসলে বিয়ে (Marriage) হলো জীবনের একটি ব্যস্ত পথ। এই রাস্তায় প্রতিদিনই কিছু না কিছু ঘটে চলেছে। এবার আপনার ভুলভ্রান্তির কারণে অনেক সমস্যাই এই রাস্তায় হতে পারে।  তাই বিয়ের পর প্রতিটি পদক্ষেপ ফেলার আগে মানুষকে অনেক বেশি সতর্ক থাকতে হয়। তবে এরপরও ভুল হয়। আর সেই ভুলের খেসারত দিতে হয় সম্পর্ককে। বিশেষজ্ঞদের মতে, একটি সম্পর্কে Relationship থাকার সময় দুটি মানুষকে একে অপরের উপর একটু বেশি নির্ভরশীল হতে হয়।  এই মানুষগুলির বোঝাপড়ার ওপর দাঁড়িয়েই গড়ে ওঠে সম্পর্কের পথ এই বোঝাপড়া তৈরি হয়, একে অপরের উপর থাকা ভালোবাসা, সততার উপর। তবেই একটি সম্পর্ক এগিয়ে যেতে পারে।সম্পর্কের সব জায়গায় কিন্তু বেশি সৎ হলে সমস্যা কমার বদলে ব...

মায়ের পরকীয়ার বলি হয়েছে দুই কিশোরী।

Image
  মায়ের পরকীয়ার বলি হয়েছে দুই কিশোরী।       পথের কাটা সরিয়ে দিতে ভাড়াটে কিলার দিয়ে তাদের হত্যা করা হয়।  সুন্দরগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর দু’জনের কথাবার্তায় এ তথ্য মিলেছে।  হত্যাকাণ্ডের জড়িত থাকার সন্দেহে বাবা ও মাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।  ঈদের জামা কিনে দেয়ার কথা বলে ২৮শে এপ্রিল পিতা হামিদুর রহমান তার দুই মেয়ে হাসি আকতার (১২) ও খুশি আকতার (১৩) কে তালাকপ্রাপ্ত মা আদুরী বেগমের বাড়ি থেকে নিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জে আসে।  দু’জনের তালাকের পর নিহতের মা আদুরী বেগম গ্রামে এক ব্যক্তির সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। কিন্তু তার দুই মেয়ের কারণে সে অবাধে মেলামেশা করতে পারতো না।  মা আদুরী বেগম ও পরকীয়া প্রেমিক ভাড়াটে কিলার দিয়ে দুই মেয়েকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ তিস্তা নদীতে ফেলে দেয়।  এ ঘটনার দু’দিন পর ১লা মে গ্রামবাসী লাশ দু’টি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।  নিহতের দাদি ও মামলার বাদী কুড়িগ্রামের বজরা গ্রামের বাসিন্দা খোতেজা বেগম জানান, সুন্দরগঞ্জ উপজেলার চরিতাবাড়ি গ্রামের বাসিন্দা হামিদুর রহমান...

পাত্র চাই সুন্দরী পাত্রীর জন্য বরিশালে পাত্র চাই।nikah Media

Image
  পাত্র চাই- বরিশালের পাত্র চাই সুন্দরী পাত্রীর জন্য পাত্রীর তথ্যঃ নাম : সায়রা ।   উচ্চতা : ৫.৩ ইঞ্চি গায়ের রং : ফর্সা পরিবারের সদস্য :  মোট ০৪ জন (মা,বাবা আর দুই ভাই বোন) ভাই(উচ্চ শিক্ষিত), বর্তমানে ব্যবসা করে। বর্তমান ঠিকানা :  বরিশাল সদর শিক্ষাগত যোগ্যতা : অনার্স তৃতীয় বর্ষ (চলমান) ধর্ম : ইসলাম ( যথেষ্ট ধর্ম ভীরু ও নামাযী) অতিরিক্ত যোগ্যতা - সেলাই, বিভিন্ন হাতের কাজ ও দেশী-বিদেশী রান্নার কোর্স করা। যেমন পাত্র চায়- পাত্রকে অবশ্যই অবিবাহিত, শিক্ষিত নম্র ভদ্র, অধুমপায়ী ও ভালো মনের মানুষ হতে হবে।  প্রতিষ্ঠিত ব্যবসায়ী , চাকুরিজিবী ও প্রবাসী হতে পারে। তবে প্রবাসী পাত্রের ক্ষেত্রে অবশ্যই প্রবাসে নাগরীকত্ব থাকতে হবে যেন সাথে নিয়ে যেতে পারে। পাত্রের স্থায়ী ঠিকানা  অবশ্যই বরিশাল বিভাগ ও অন্য বিভাগের ক্ষেত্রে ঢাকা শহর হতে হবে । যোগাযোগ imo 01777594062

একের পর এক বিয়ে, বিয়ের পরই লুটে নেয় স্বামীর সম্পত্তি

Image
  একের পর এক বিয়ে, বিয়ের পরই লুটে নেয় স্বামীর সম্পত্তি হার মানবে সিনেমার গল্পও আন্তর্জাতিক ডেস্ক:  জীবনের নানা অভিজ্ঞতার সঙ্গে কল্পনার রং মিশিয়েই বানানো হয় সিনেমা।  কিন্তু কখনও কখনও  সিনেমার কাহিনীকে ছাপিয়ে যায় বাস্তবের ঘটনা আর তাতেই স্বাভাবিকভাবে অবাক হয়ে যান সকলেই। ঠিক সেইরকমই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ভারতের উত্তর ২৪ পরগনার বাগদা।  পুরো ঘটনাটিই ঠিক যেন সাতের দশকে ঠগিনী সিনেমার কথা মনে করিয়ে দিল সবাইকে বিয়ের পর সর্বস্ব লুঠের ছক ফাঁস হয়ে যেতেই গ্রেফতার হলেন নববধূ। প্রাথমিকভাবে স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাগদা গ্রাম পঞ্চায়েতের দেয়ালদহ গ্রামের বাসিন্দা সঞ্জিত পালের বিবাহের জন্যে বেশ কিছুদিন ধরেই পরিবারের সদস্যরা মেয়ে খুঁজছিলেন।  এমতাবস্থায়, এক ঘটক চলতি মাসের ২০ তারিখে রাখি বিশ্বাস নামের ওই “প্রতারক” মহিলাকে নিয়ে আসেন সঞ্জিতের বাড়িতে পাশাপাশি, তাঁর সঙ্গে ছিলেন শান্তি বিশ্বাস নামের আরও এক মহিলা। সেখানেই ওই পাত্রী সম্পর্কে ঘটক জানিয়েছিলেন যে, ওই মেয়েটির মা নেই এবং বাবা মানসিক রোগী। এমতাবস্থায়,  মেয়েটি...

যৌনমিলনের সময় হাঁপিয়ে উঠেছেন সঙ্গীর এনার্জি বাড়াতে ব্যবহার করুন এই ৫ জিনিস

Image
  সঙ্গমের সময় হাপিয়ে উঠছেন আপনার সঙ্গী? সঙ্গীর এনার্জি বাড়াতে ব্যবহার করুন এই ৫ জিনিস। Use these 5 things to increase the energy of your partner who is out of breath during sex যতদিন যাচ্ছে ততই কি আপনার এনার্জি কমে যাচ্ছে এনার্জি অনেক গুণ বাড়িয়ে তুলতে পারে বেশ কিছু উপাদান।  স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে বেশ কিছু খাবার রয়েছে যা পুরুষদের এনার্জি বুস্টার হিসাবে কাজ করে।  যতদিন যাচ্ছে ততই কি আপনার এনার্জি কমে যাচ্ছে। বয়সের সঙ্গে কাজের চাপে কমে এনার্জি।  এনার্জি অনেক গুণ বাড়িয়ে তুলতে পারে বেশ কিছু উপাদান।  বেশ কিছু খাবার রয়েছে যা এনার্জি বাড়িয়ে তোলে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে বেশ কিছু খাবার রয়েছে যা পুরুষদের এনার্জি বুস্টার হিসাবে কাজ করে। দুধের রয়েছে অনেক খাদ্যগুণ।  দুধে যেমন রয়েছে ক্যালশিয়াম ঠিক তেমনই দুধ খেলে এনার্জিও বাড়ে।  খেজুর পুষ্টিগুণে ভরপুর, প্রতিদিন শুকনো খেজুর দুধের সঙ্গে ফুটিয়ে রাত্রিবেলা খেলে বাড়ে যৌন ইচ্ছা। অশ্বগন্ধার রয়েছে অনেক গুণ৷  অশ্বগন্ধা সেবন করলে মানসিক চাপ থেকে মুক্তি মেলে যা এনার্জিও অনেক গুণ বাড়িয়ে তোলে।  সকালে খালি প...

তিন স্ত্রী কে কিভাবে সময় দেন‌ একজন‌ প্রেমিক স্টেভোক।

Image
কেট, ইভ ও ম্যারি তিন বোন।   বেশ কিছুদিন ধরেই আলোচনায় তারা কারণ কেনিয়ার বাসিন্দা যমজ এই তিন বোনের প্রেমিক একজন সেই সৌভাগ্যবান প্রেমিকের নাম বিগম্যান স্টেভো।   যেদিন থেকে তাদের প্রেমের বিষয়টি প্রকাশ পেয়েছে খবরের শিরোনাম হচ্ছেন তারা।  স্টেভোকে প্রথম দেখেন কেট। পরে সে বোনদের বিষয়টি জানায়।  এরপর স্টেভোর কাছে তারা জানতে চান, তিন বোনের সঙ্গেই প্রেম করতে তিনি রাজি কিনা? স্টেভো সম্মত হন তারপর তিন বোন মিলে শিডিউল ঠিক করেন এবং স্টেভোর সঙ্গে পালাক্রমে সময় কাটাতে থাকেন।  এখন বেশ সুখেই চলছে তাদের রোমান্টিক জীবন।  কেট বলেন, আমি তাকে ইউটিউবে প্রথম দেখি। আমার ভালো লাগে।  একদিন আমার বোন ম্যারিকে তার সম্পর্কে বললে সেও স্টেভোকে ভালো লাগার কথা জানায়।  এরপর যখন ইভের সঙ্গে স্টেভোর পরিচয় হয় তখন আমরা বুঝতে পারি সেও তাকে পছন্দ করেছে। তিন বোনই মনে করেন সুদর্শন হওয়ার কারণেই স্টেভোর প্রেমে পড়েছেন তারা।  তবে একইসঙ্গে নয়,  আলাদা আলাদাভাবে স্টেভোর সঙ্গে ডেটে গিয়েছেন কেট, ইভ ও ম্যারি।  পরস্পরের সম্পর্কে জেনেছেন এবং সবার সম্মতিতেই প্রেমের সম্পর্কে জড়িয়ে...